হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে : ০৭-০২-১৯
কুড়িগ্রামে বাল্যবিবাহ ও বিভিন্ন নির্যাতনের শিকার শিশু ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে পূণর্বাসিত করার পর তাদের সর্বশেষ পরিস্থিতি জানতে বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ পরবর্তী ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। সুইডিশ সিডা ও প্লান ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় আরডিআরএস’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আরডিআরএস’র পরিচালক (ফিল্ড অপারেশন) খালিদ হুমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনালের ডিভিশনাল ম্যানেজার ঋষিকেশ সরকার, যুব-উন্নয়নের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পারিবারিকভাবে নির্যাতিত শিকার নারীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের মাধ্যমে পরিবারে ফিরিয়ে আনতে কাজ করছে আরডিআরএস। এ পর্যন্ত ৭৬ জন নারীকে কম্পিউটার অপারেশন, বøক, বাটিক, কারচুপি, দর্জি, সেলাই, মোমবাতি তৈরী, প্যাকেটিং, চটের ব্যাগ তৈরি, ফোল্ডার, সুঁচের কাজ, পুতি শোপিচ, রান্না, হাউজকিপিং, বিউটি পার্লার ও এমব্রডায়িং-এর উপর প্রশিক্ষণের মাধ্যমে পূণর্বাসন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন