নাগেশ্বরী প্রতিনিধি
নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গত ২৯ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক ১৬.০৫ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভাধীন গুন্ডিচর বাগডাঙ্গা এলাকা থেকে পূর্বের ৪ টি মাদক মামলার আসামী নাগেশ্বরী গুন্ডিরচর বাগডাঙ্গা এলাকার কুখ্যাত মাদক কারবারী মোঃ মিন্টু মন্ডল (৪৫) কে ২০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মিন্টুর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় ৩ টি ও চট্টগ্রামের হালিশহরে ১ টি সহ মোট ৪ টি পূর্বের মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।