কুড়িগ্রাম প্রতিনিধি:
করোনাকালিন ও বন্যা পরবর্তী সহায়তা হিসেবে কুড়িগ্রামে ১হাজার ৩৮০জন প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজিবীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শহরের চামড়ার গোলাস্থ হ্যান্ডিক্যাপ অফিসে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিসি মো. হাসিবুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের হিউম্যান এন্ড ইনক্লুশন’র পক্ষে গোলাম মোস্তফা, ফিল্ড কো-অর্ডিনেটর এস.কে আবু বকর, প্রকল্প ব্যবস্থাপক এরশাদুল ইসলাম, সহকারি প্রকল্প ব্যবস্থাপক ডা. মনজুর-ই-মুরশীদ প্রমুখ।
বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের হিউম্যান এন্ড ইনক্লুশন এর আয়োজনে কোভিড-১৯ ও ফ্লাড রেসপন্স প্রকল্পের আওতায় ১৩৮০জনকে নগদ ৪হাজার টাকা ও সবজি বীজ (লালশাক, পালংশাক, লাউ, সীম), লেবু, পেঁপে, মরিচ, ১০টি কাপড়ের মাক্স, ডিটারজেন্ট পাউডার, মেয়েদের ৪গজ করে মার্কিন কাপড়সহ ১৫জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১৮টি সহায়ক উপকরণ (হুইল চেয়ার, ট্রাই সাইকেল, পাওয়ার হুইল চেয়ার, ক্রাচ, স্টান্ডিং ফ্রেম, চশমা ও টয়লেট চেয়ার) বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *