কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এর অধীনে ইউকেএইড এর অর্থায়নে এবং সাইট সেভার্স এর সহযোগিতায় জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এর অধীনে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর ও সাইট সেভার্স এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘দ্যা রাইট টু হেলথ ব্রেকিং ডাউন বেরিয়ার্স টু আই হেলথ ইন সাউথ এশিয়া’ শীর্ষ প্রকল্পের আওতায় গত ১৯ ডিসেম্বর’২০২১ইং তারিখে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. এ.এইচ.এম ব্রোরহান উল ইসলাম সিদ্দিকি, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ নুরন্নবী খন্দকার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মোঃ আরিফুর রহমান, ডি ডব্লিউ এ, পিও জয়ন্তী রাণী, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ কুদরাত-ই-খোদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম, প্রবীণ হিতৈষী সংঘের প্রতিনিধি আফতাব উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, সাইট সেভার্স এর ইমপ্লিমেন্টেশন অফিসার মাসুদ রানা, মরিয়ম চক্ষু হাসপাতালে ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মোস্তাহিদ আলম, ইনক্লুশন অফিসার অরবিন্দু রায় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *