কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ চত্ত্বরে প্রধানমন্ত্রীর পাঠানো অর্থে ৪ হাজার ৭শ কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, প্রধান নির্বাহী আলেয়া খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামসহ জেলা পরিষদের সদস্য ও অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মশুর ডাল, দুই ধরনের সাবান।
উক্ত খাদ্য সামগ্রী জেলা সদরসহ জেলার ৯ উপজেলার অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।