কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। সোমবার(১৯ অক্টোবর) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার কমিটির অনুমোদন প্রদান করে। ভুরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম শফিকুল ইসলাম সরকারকে
সভাপতি ও আহসান হাবীব ডায়মনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১টি পদ ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহঃ সভাপতি মোঃ ফারুক আহমেদ, শাহীন আলী,মোঃ শাহিন সুলতান। যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী মানিক চন্দ্র বর্ম্মণ ও মোঃ মনজুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসাইন ও শ্রী লিটন চন্দ্র সাহা। দপ্তর সম্পাদক রাশেদুন্নবী রাকিব,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল গণী,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আসাদুল হক,আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক,ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাঈমা তাবাসুম,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ও কার্যকরি সদস্য পদে মোঃ হাফিজুর রহমান,মোঃ মুরাদ,মোঃ মিঠু মিয়া,মোঃ আমিনুল ইসলাম ও মোছাঃ সামিনা আক্তার।