মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠাল বাড়ি ইউনিয়নের সন্তান ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী আলীকে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় ফুলের তোরা উপহার দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম সদর শাখার কমিটি সহ সদর উপজেলা সকল শিক্ষক/ শিক্ষিকা বিন্দু।
সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ শামছুল আলম সহ নবনির্বাচিত সকল সদস্যগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ কুড়িগ্রাম সদর শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনু বলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ একটি ত্যাগী সংগঠন। এ সংগঠনের সদস্যগণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সকল কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তিনি আরও বলেন, নতুন কমিটির কর্মদক্ষতায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা কার্যক্রমে আরও গতিশীল আসবে। সেই সাথে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ করায় নতুন কমিটি আরও কার্যকরি ভূমিকা পালনে সক্ষম হবে ইনশাল্লাহ।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর থানার সভাপতি শাহ আলম, প্রচার সম্পাদক ও সাংবাদিক মোঃ বুলবুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আমীর হোসেন ও মোঃ রায়হান আলী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়।