কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
দেশের উত্তরাঞ্চলেন দরিদ্রতম কুড়িগ্রাম জেলার জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের জন্য গণকমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে কুড়িগ্রাম জেলা রেল-নৌ,যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে শোনান সংগঠনের অর্থ সম্পাদক মোয়াচ্ছেল হোসেন। তার সঙ্গে ছিলেন গণকমিটির সভাপতি লাইলী বেগম,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়,সহ-সভাপতি আব্দুস শহীদ চৌধুরী,উপজেলা কমিটির সাধারণ সম্পাদক চাষী নুরুন্নবী সরকার প্রমুখ। সংবাদ সম্মেলনে পিছিয়ে পড়া কুড়িগ্রামের উন্নয়নে বালাসীঘাট ট্যানেলের সঙ্গে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলাকে সম্পৃক্ত করণ,চিলমারী সুন্দরগঞ্জ তিস্তা সেতুতে রেলপথ যুক্ত করণ,চিলমারী ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন ভাওয়াইয়া এক্সপ্রেস চালু করণ,একাধিক অর্থনৈতিক অঞ্চল চালু করণ,নবায়ন যোগ্য ৫শ মেট্রিক ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ,সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের নামে বিশ্ব বিদ্যালয় চালু করণ,মৎস্য,পাখি,প্রাণী ও জমি রক্ষায় স্থানীয় ও জাতীয় বালু দস্যুদের হটাও এবং ব্রহ্ম¥পুত্রের খনিজ ভিত্তিক শিল্পায়ন,রৌমারীকে মুক্তাঞ্চল হিসাবে গেজেট প্রকাশ,নদী ভাঙ্গন থেকে রক্ষা ও গ্যাস পাইপ-রেললাইন সম্প্রসারণ,কুড়িগ্রাম থেকে সোনাহাট স্থল বন্দর পর্যন্ত রেল সংযোগ,চিলমারী থেকে রৌমারী ও রাজিবপুর ফেরী সংযোগ চালু,লালমনিরহাট বিমান বন্দর পুনরায় চালু করণ,মধ্যস্বত্বভোগীদের হাত থেকে গরীব কৃষকদের রক্ষা করা এবং কুড়িগ্রাম জেলার জন্য বিশেষ বাজেট চালু করনের ১৩ দফা দাবী জানান হয়। সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব,যুগ্ন সম্পাদক নাজমুল হোসেন,সাংবাদিক হুমায়ুন কবির সুর্য্য,মাহফুজার রহমান খন্দকার ,ফজলে এলাহী স্বপন ও তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা উপস্থিত ছিলেন।