কুড়িগ্রাম প্রতিনিধি
বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও কুড়িগ্রাম জেলা প্রশাসনপর উদ্যোগে রবিবার (১৯-০৩-২৩) বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ না করে অবৈধ পন্থায় টেক্সটাইল রং ও ফ্লেভার ব্যাবহার করে আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংক (রোবট, আইসললি) উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে কুড়িগ্রাম সদরের আতিফা ফুড প্রডাক্টস (দীপ ব্রান্ড) কে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারা লংঘনের দায়ে ২৫হাজার টাকা জরিমানা করা হয় ও আনুমানিক ৮০০ কেজি ম্যাংগো ড্রিংকস জব্দ করা হয় এবং কারখানাটি সীলগালা করা হয়। পাশাপাশি বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ২ টি ওজন ও পরিমাপ যন্ত্র ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর ৩২(১) ধারায় কুড়িগ্রাম বিসিক রোডের মেসার্স ভাই ভাই ট্রেডিংকে ৫ হাজার টাকা ও কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারের নুর ভ্যারাইটিজ স্টোরসহ মোট ৩ টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি পৌর বাজারের মাছ, মাংস, গালামালের ১০ টি প্রতিষ্ঠানকে ভেরিফিকেশন সনদ গ্রহণ করে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়। মোবাইল কোর্টট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসন(ডিসি অফিস)এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ মিনহাজুল ইসলাম। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার(সিএম) মোঃ দেলোয়ার হোসেন,ও পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার। বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয় রংপুর বিভাগীয় অফিসের পক্ষ থেকে জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।