হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রাজারহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ রাশেদুল হক প্রধান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট জিলুফা সুলতানা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নুর মো: আক্তারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান প্রমুখ।
রাজারহাট উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই উপজেলায় ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। জেলায় প্রায় ২০ হাজার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।