কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
‘পানির জন্য প্রকৃতি’-এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ ও টিআইবি’র এরিয়া ম্যানেজার সৌমেন দাস প্রমূখ।