হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ’র উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘এখনই সময় অঙ্গীকার করার-যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার।’’
পরে সিভিল সার্জন হলরুমে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: আনোয়ারুল হক প্রামাণিক, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আরডিআরএস’র কো-অর্ডিনেটর মাইদুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ হান্নান প্রমুখ।
আরডিআরএস বাংলাদেশ’র ২০১৮ সালের জরিপ অনুযায়ী কুড়িগ্রাম জেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা ৩হাজার ৫১৯জন। তবে প্রাক-জরীপে ৩১ হাজার ৭৫৮জনকে সন্দেহ করা হয়েছিল। জেলায় মাল্টি ড্রাগ রেজিট্যান্স ৮জন।