কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
“দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রাম এর আয়োজনে ১৫ অক্টোবর শনিবার দিনব্যাপী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। সাইটসেভার্স এর সহযোগিতায় জেলা একীভ‚ত চক্ষুসেবা কর্মসূচির আওতায় মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসটি বাস্তবায়ন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রাম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিবন্ধী নারী, পুরুষ অংশগ্রহণ করে। পরে আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের কনসালট্যান্ট ডাঃ আরিফুর রহমান, থেরাপি সহকারী জহুরুল ইসলাম, অপটোমেট্রিশিয়ান রাজ্জাক আলী, জেলা সমাজসেবা রেজিষ্ট্রেশন অফিসার শামছুজ্জামান, হেলভেটাস সুইস ইন্টার-কো-অপারেশন বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার মঞ্জুরুল হক, দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল রিহ্যাব অফিসার হাবিবা খাতুন, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন