কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধিঃ
কু‌ড়িগ্রা‌ম বি‌সিক শিল্প নগ‌রীতে এক‌টি তুলা তৈ‌রির কারখানায় অ‌গ্নিকান্ডের ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। র‌বিবার ২৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বি‌সিকের ভাই ভাই ও মা টেক্সটাইল নামক তুলা তৈ‌রির কারখানায় এই অ‌গ্নিকান্ডের ঘ‌টনা ঘটে।
এসময় সাধারণ মানুষসহ ফায়ার সা‌র্ভিসের ছয়টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রণ জন্য কাজ করে।দীর্ঘ ২ঘন্টা পর নিয়ন্ত্রণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার বেলগাছা ইউ‌নিয়নে কু‌ড়িগ্রা‌ম বি‌সিক শিল্প নগ‌রীর যৌথ মালিকানায় ভাই ভাই ও মা টেক্সটাইল নামক তুলা তৈ‌রির কারখানায় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
ভাই ভাই টেক্সটাইলের মোহ‌সিন শেখ এবং মা টেক্সটাইলের মা‌লিক আমজাদ হোসেন সরকার নামে দুজন ব‌্যবসায়ীর। কারখানায় ঝুট কাপড় থেকে প্রসেসিংয়ের মাধ্যমে তুলা তৈ‌রি করা হয়। প্রতিদিনের মতো শ্রমিকরা কাজে আসে। এসময় কারখানার মেশিনারীজ যন্ত্রাংশ আগুনের ফুলকি থেকে শুকনো তুলা ঝুট কাপড়ে অথবা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।
বি‌সিক শিল্প নগরির উপ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, কারখানাতে ঝুট কাপড় থেকে তুলা তৈ‌রি করা হতো। ঝুট কাপড়, তুলা ও মে‌শিনা‌রিজ সহ প্রায় ৫০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌তে পা‌রে বলে প্রাথ‌মিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান,আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম ৯টা ৪০মিনিটে ঘটনাস্থলে আসে। এসময় আগুনের ভয়াবহতা অনেক ছিল। ফায়ার সার্ভিসের ৬টি প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন কিভাবে লেগেছে তা তদন্ত করে বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *