বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরে ভাইয়ের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাহিদুল ইসলাম নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১জুলাই) দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে টাপুরচর গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল ঐ গ্রামের আনছান আলীর (৩৫) ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জাহিদুল ও তার ছোট ভাই এক সাথে বাড়ির পাশে দাশের হাট ছড়াতে গোসল করতে যায়। এ সময় ছোট ভাইয়ের অগোচরে জাহিদুল পানিতে ডুবে যায়। পরে ছোট ভাই বিষয়টি সবাইকে জানালে তারা নদীতে অনেক খোঁজাখুঁজি করে জাহিদুলের মৃত্যু দেহ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক ঈদু বলেন, শিশুটি তার ভাইয়ের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে অনেক খোঁজাখোঁজির পর ওই নদী থেকে মৃত্যু দেহ উদ্ধার করা হয়।