কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে মহিলা গীতা সংঘের ১ম প্রতিষ্ঠা বাষির্কী ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের দক্ষিন পাড়া মন্দিরে অনুষ্ঠানে কুড়িগ্রাম মহিলা গীতা সংঘের সভাপতি অর্পনা রায় (অপুর) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার আহবায়ক শ্রীমতি অর্চনা রানী সরকার। বিশেষ অতিথি ছিলেন, কুড়িগ্রাম শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্র্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শঙ্করী ঘোষ, সহসভাপতি কাবেরী পান্ডে, সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, দৈনিক কুড়িগ্রাম খবরের ব্যবস্থাপনা সম্পাদক তপতী রানী, সংগঠনের শিউলী বোস প্রমুখ।
আলোচনা সভা শেষে ভক্তিমুলক সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।