কুড়িগ্রাম প্রতিনিধি :
নানা আয়োজনে কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সুচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান।
র্যালিটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার রায়,ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী,কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আবু জাফর, সামাজিক সংগঠন সমন্বয় পরিবারের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।