কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মাদকের টাকা না পেয়ে মাকে মারপীট করায় মায়ের অভিযোগের ভিত্তিতে আটক করে জেলহাজতে দিল থানা পুলিশ।
জানাগেছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ির গয়ারী গ্রামের আবুল হোসেনের মাদকাসক্ত পুত্র শফিকুল ইসলাম(৪৫) গত ১৬ ডিসেম্বর সকাল ১১ টার সময় মাদক কেনার জন্য তার মা রসনা বেগমের নিকট টাকা চায়। তার মা টাকা না দেয়ায় এক পর্যায়ে মারপীট করে জখম করে। তার মা মাদকাসক্ত পুত্র শফিকুলের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দিলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মুহম্মদ শাহিরয়ার জানান,তার মায়ের দেয়া অভিযোগের প্রেক্ষিতে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।