পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম সমগ্র জেলায় মাদকের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন বলে জানা যায়। ফলে প্রতিদিন মাদকসহ মাদকব্যবসায়ীরা পুলিশের হাতে ধরা পরছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ি থানা পুলিশের পৃথক দুইটি মাদক বিরোধী অভিযানে ১০৯৫ পিচ ইয়াবা সহ আটক হয়েছেন চারজন মাদক ব্যবসায়ী।
ফুলবাড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়,
মঙ্গলবার (১৭জুন) দিবাগত রাতে ফুলবাড়ী থানার এসআই অাবু বক্কর ও এএসআই গৌরাঙ্গ রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জতিন্দ্রনারায়ন এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয় । এ সময় তাদের কাছ থেকে ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল সেট ও নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত ওই মাদক ব্যাবসায়ীরা হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ শুক্কুর আলী (৪৫), ওই ইউনিয়নের পূর্বফুলমতির মৃত আবু হোসেনের ছেলে মোঃ অাব্দুল মতিন লিপু (৩৬) ও মোঃ গাজীবর রহমানের ছেলে মোঃ মিন্টু মিয়া মিঠু (৩০)।
ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ ( ওসি তদন্ত) নবিউল হাসান বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ফুলবাড়িকে মাদকমুক্ত করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযান চলবে। তিনি জানান,
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে রৌমারী থানা পুলিশ গোপন এক সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত এক মাদক সম্রাট কে ১০০০পিচ ইয়াবা সহ আটক করার কথা জানা গেছে।
আটক ঐ মাদক ব্যবসায়ী রৌমারীর খাটিয়ামারী এলাকার নুর হোসেন ওরফে নুর শেখের পুত্র আনিসজ্জামাল ওরফে আনুজ্জামাল বলে জানা যায়।
রৌমারী থানা অফিসার ইনচার্জ আবু মোঃ দিলওয়ার হোসেন বলেন, রৌমারী সীমান্তবর্তী এলাকা ফলে ভারতীয় ইয়াবা পাচার ও সেবনের প্রভাব অনেক আগে থেকে পরিলক্ষিত হওয়ায় তা বন্ধে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় রৌমারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তিনি মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে। আসামীকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।