মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর হোসেন তাজেল এর ভাই কালো টাকার মালিক এরশাদুল হক এর করা হয়রানিমূলক মিথ্যা মামলায় পুলিশি তদন্ত ছাড়াই ইউপি সদস্য সহ নিরীহ মানুষকে গণগ্রেফতারের প্রতিবাদে ২২ নভেম্বর কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক হলরুমে সকালে সংবাদ সম্মেলন করেছে গোয়াইলপুরী ও কালির আলগা এলাকাবাসী! সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- রায়হান মিয়া, জয়নাল আবেদীন, রশিদ সরকার ও শ্রী সুনিল চন্দ্র। এসময় প্রায় অর্ধশত এলাকাবাসী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানায়, গত ৮ নভেম্বর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী নূর হোসেন তাজেল এর ভাই এরশাদুল হকের করা হয়রানিমূলক মামলায় পুলিশী তদন্ত ছাড়াই মামলা করার ২ ঘন্টার মধ্যে রহস্যজনক কারণে ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ এলাকার নিরীহ মানুষকে হয়রানিমূলক ভাবে গণগ্রেফতার করা হয়। কিছু অসাধু পুলিশের এই বিতর্কিত কর্মকান্ডের প্রেক্ষিতে গোয়াইলপুরী বাজারে আমরা এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৯ নভেম্বর মাদক ব্যবসায়ী নূর হোসেন তাজেল এর ছোট ভাই এরশাদুল হক, মাদক ব্যবসায়ী আল আমিন, মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম মন্ডলের পিতা আব্দুর রশিদ মন্ডল ও মাদক ব্যবসায়ী তাজেল এর ভাই নূর আলম সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনী ইস্যু বানিয়ে নিরাপরাধ ইউপি সদস্য আনোয়ার হোসেন এবং এলাকাবাসীকে সন্ত্রাসী গ্রæপ আখ্যা দিয়ে হামলা, হত্যার হুমকি এবং নিজেরা বাড়িঘর ভাংচুর করে মিথ্যা ঘটনা সাজিয়ে কুড়িগ্রাম প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে। মূলতঃ উপরোক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় তারা এই ঘটনার নাটক সাজায়। যা সমাজের দর্পণ সাংবাদিকবৃন্দ সরেজমিনে তদন্ত করলে মূল ঘটনা বেরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন