কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে মৎস্য অধিদপ্তরের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের সাতবোন বুড়িদহ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, সফল উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক আলীমুজ্জামান চৌধুরী। রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায়, বাংলাদেশ আওয়ামীলীগ ছিনাই ইউনয়ন শাখার সভাপতি নুর ইসলাম নুরু, সাধারণ সম্পাদক রজব আলী, সুফলভোগী নজরুল ইসলাম প্রমুখ।
মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, প্রায় ৬৭ লাখ টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ হেক্টর এলাকায় ৪ ইউনিট জলাশয়ের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। জলাশয়ের মধ্যে ছোট বঁাধ তৈরি হওয়ায় এখানকার দুই গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে।