বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রশাসনের অনুমতি ছাড়া রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্হানীয় কিছু লোকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমর পুর আবিরের ভিটা গ্রামে। স্থানীয়দের অভিযোগে বন বিভাগের কর্মকর্তা অবৈধভাবে কাটা গাছের গুড়িগুলো জব্দ করে।
এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা মোঃ সাদিকুল ইসলাম শাহিন জানান, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে সরকারি রাস্তার পাশের থাকা কয়েকটি গাছের গুলি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি মামলার প্রক্রিয়াধীন আছে।
স্হানীয়রা জানান, মোঃ আব্বাছ আলী (৫০) পিতা- সরমত আলী, মোঃ ফেরদৌস (৩০) পিতা- মনছের আলী, মোঃ মমিনুর (২৫) পিতা – শাহাদাৎ, মোঃ মনছুর (২৬) পিতা- কাছু মামুদ, মোছাঃ মন্জু বেগম স্বামী – শাহাদাৎ আলী সহ অনেকে এই রাস্তার সরকারি গাছ কাটার সাথে জড়িত। এরা প্রায় সময় রাস্তার সরকারি গাছ কাটে। জড়িতদের সঠিক বিচারের দাবি জানায়।