হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সিভিল সার্জন অফিসে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ গণমাধ্যম কর্মীদের জানান, আগামি ২০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় সর্বমোট ৩লাখ ২৪ হাজার ৬৬০টি এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে ১ হাজার ৮৭৮টি কেন্দ্রে মোট ৩ হাজার ৯৮৪জন কর্মী সহযোগিতা করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৬ মাস থেকে ১১ বছর বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯বছর বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. লুৎফর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।