খালিদ আহমেদ রাজাঃ
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব -২০২০।
সামাজিক সংগঠন ছায়া-র আয়োজনে ৫ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ভিন্ন ভিন্ন ৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর ঘোগাদহ কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যা ৬ টায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা, জনাব মো. শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও সংগঠক জনাব নাহিদ হাসান নলেজ, সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান, যুবলীগ নেতা জনাব মো. আমিনুল ইসলাম, জনাব মো. আব্দুর রাজ্জাক, জনাব মো. ওয়াজেদ আলী, জনাব মো. মমিনুল ইসলাম প্রমুখ।
উৎসবে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২); ধীরে বহে মেঘনা (১৯৭৩); আলোর মিছিল (১৯৭৪); আগুনের পরশমণি (১৯৯৫); নদীর নাম মধুমতী (১৯৯৬); মেঘের পরে মেঘ (২০০৪); জয়যাত্রা (২০০৫); গেরিলা (২০১১); মেহেরজান (২০১১) ও জীবনঢুলী (২০১৪) প্রদর্শিত হবে।