কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ব্যাপক আনন্দ ও উদ্দিপনার মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলাশাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।। সম্মেলনে শেষে মোস্তাফিজার রহমান কে সভাপতি ও সহিদ্দুজামান রাসেল কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।।
কুড়িগ্রাম টাউন হলে জাতীয়, দলীয় ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করেন কেন্দ্রীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।।
জেলা শ্রমিক লীগের আহবায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।। মুহু মুহু শ্লোগানে মুখরিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সহ সভাপতি ফারুক হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিক, মিলন,রহিম,শফিকুল,নজরুল, তাজুল,শ্যামল, শাহা আলম বক্তব্য রাখেন।। সম্মেলন পরিচালনা করেন সহিদ্দুজামান রাসেল।। সম্মেলনে সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়।। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক কে কুড়িগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচছা জানানো হয়।।