কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের তেতুঁলতলা এলাকায় পেয়ারা গাছের চারা রোপন করে কর্মসূচীর সূচনা করেন সাবেক ছাত্রলীগ নেতা বাবলু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান মিলু, যুগ্ম সাধারন সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, ছাত্রলীগ কর্মী ওসমান গণি সরদার রতন, তৌফিক চৌধুরী, ইমতিয়াজ লিমন, , আরিফুল ইসলাম, রাকিব ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীতে বিভিন্ন এলাকার গ্রামীন সড়কের ধারে আমলক্ষি, হরতকি, আকাশমনি, লটকনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ শতাধিক গাছের চারা রোপন করা হবে।