হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এডাব-কুড়িগ্রাম জেলা সভাপতি মানিক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এডাব রংপুর বিভাগীয় সমন্বয়কারী বঙ্কিম চন্দ্র রায়, কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি লুৎফর রহমান, সাঈদা ইয়াসমিন রুপা প্রমুখ।
সেমিনারে বক্তারা পেশাভিত্তিক দলিত পরিবারের লোকজনকে বাংলাদেশ সরকারের সংবিধান অনুযায়ী সম-অধিকার ও মর্যাদার বিষয়টির গুরুত্ব তুলে ধরা হয়।এসময় জেলেদের পেশা কেড়ে নিয়ে জোতদাররা জালের মালিক বনে যাওয়া, সেলুন পেশাজীবীকে খাটো করে দেখা এবং দলিত পেশার মানুষকে হোটেলে একই টেবিলে বসতে না দেয়াসহ মানবাধিকার লংঘনের বিষয়ে আলোকপাত করা হয়।
প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন বলেন, প্রতিটি নাগরিক সম-অধিকার ও সম-মর্যাদা পাওয়ার কথা সংবিধানে উল্লেখ করা হয়েছে।পেশাভিত্তিকভাবে কাউকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। আমাদের মানসিকতা বদল করে প্রতিটি নাগরিককে সম-মর্যাদা দান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *