স্টাফ রিপোর্টার
কুড়িগ্রাম সদরের কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে সাউন্ড বক্সের ভেতর থেকে ৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
আটককৃতরা হলো- ফুলবাড়ী উপজেলার মৃত আব্দুল গফুরের ছেলে আবুল কালাম (৪০) ও একই উপজেলার মকবুল হোসেনের ছেলে ইব্রাহীম (৩৬)।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের (ডিএনসি) এর ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুর রহমান।
মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায়, আজ বিকেলে জেলা সদরের কেতার মোড় এলাকায় ফুলবাড়ী থেকে আসা উলিপুরগামী একটি সিএনজিতে অভিযান চালিয়ে গাড়িতে থাকা দুইটি সাউন্ড বক্সের ভেতর থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী আবুল কালাম, ইব্রাহীমকে আটক করা হয়।
তিনি জানান, আটককৃত আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামি আবুল কালামের নামে পূর্বের দুটি মাদকের মামলা রয়েছে।