কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সিনেমাটিক কায়দায় মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত শ্যালো মেশিন চালিত একটি ট্রলি জব্দ করেছে ডিবি পুলিশ।
জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার(১০ নভেম্বর) ভোরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার উত্তর কাশিপুর তেলিটারী মোড় এলাকা থেকে একটি শ্যালো মেশিন চালিত ট্রলির বডিতে বিশেষ কায়দায় লুকানো মোট ৮ টি লাল পলিথিনের প্যাকেটে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ শ্যালো ট্রলিটি জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান, মাদক কারবারিরা সিনেমাটিক কায়দায় চতুরতার সাথে মাদক পরিবহনের চেষ্টা করছিলো, কিন্তু আমরা অত্যান্ত সু-কৌশলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে উক্ত পরিকল্পনা নষ্ট করে দিতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।