কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন হয়।
৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া, মিলিটারি ফার্ম লালমনিরহাটের আয়োজনে ও জেলা প্রাণিসম্পদ বিভাগের কুড়িগ্রামের সহযোগিতায় দিনব্যাপী প্রায় সাড়ে ৩ হাজার গবাদি পশু ও পাখির বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাক্সিনেশন সেবা প্রদান করেন সেনাবাহিনীর ৪ জন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের ৬ জন ভেটেরিনারি চিকিৎসক।
এ সময় মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পীযুষ কুমার বিশ্বাস, এরিয়া সদর দপ্তর রংপুর, রংপুর সেনানিবাসের এএএন্ডকিউএমজি লেফটেন্যান্ট কর্নেল আলী রাহাত আহমেদ রাশেদী (পিএসসি), কুড়িগ্রাম জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় দুলালী বেগম বলেন, আমার তিনটি ছাগল। দুইটি ছাগল প্রায় পাঁচ দিন থেকে অসুস্থ। আমাদের এখান থেকে উপজেলা ও জেলা প্রাণিসম্পদ অফিস অনেক দূরে। আমি বিধবা মানুষ, দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো লোক পরিবারে কেউ নাই। আজ বাড়ির পাশে আর্মিরা আসছে চিকিৎসা দিতে। এখানে ছাগলের চিকিৎসা নিতে পেরে অনেক উপকার হলো।
তিনটি গরু ও দুইটি ছাগল নিয়ে চিকিৎসা নিতে এসেছেন কাশেম আলী ও আব্দুল আউয়াল। তারা বলেন, আমরা গরীব মানুষ। গরু ছাগলের কোন রোগ ব্যাধি হলে গাড়ি ভাড়া করে দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য হয় না। আজ বাড়ির পাশে ফ্রিতে গরু ছাগলের চিকিৎসা নিতে পেরে খুব ভালো লাগছে। যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।