রফিকুল হায়দার-কুড়িগ্রাম।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম এর উদ্যোগে আজ ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার পৌর মিলনাতয়নে সাফল্য অর্জনকারী অগ্রসরমান একশত জন কৃষককে সন্মাননার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মোঃ জাকির হোসেন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল। বিশেষ অতিথি হিসেবে মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এবং সভাপতি বাংলাদেশ কৃষি ক্যাডার এসাসিয়েশন। সভাপতিত্ব করেন, মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক, কুড়িগ্রাম। প্রথমে আলোচনা সভা ও পরে উপকরণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামের বিতরণ শেষে চিলমারী উপজেলায় একই কর্মসূচীতে মন্ত্রী যোগদান করে এবং সেখানেও আলোচনা সভা উপকরণ বিতরনে অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *