কচাকাটা প্রতিনিধি
কুড়িগ্রামের কচাকাটা থানার বটতলা এলাকা থেকে ১ হাজার ৭৩ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে রংপুর র্যাব-১৩। শনিবার (৬ জুলাই) রাতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পূর্ব-বালারহাট এলাকার ছোমাদ আলীর ছেলে মাহাবুব আলী এবং পশ্চিম-বালারহাট এলাকার সাবান মণ্ডলের ছেলে আমিনুর ইসলাম।এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে রংপুর র্যাবের একটি টহল দল অভিযান চালিয়ে কচাকাটা থানার বটতলা বাজারের নিকট হতে দুইজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করলে মাহবুবের পকেটে ৫শ এবং আমিনুরের পকেটে ৫শ ৭৩ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।রবিবার (৭ জুলাই) সকালে র্যাব-১৩-এর ডিএডি রবিউল আলম বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করেন। কচাকাটা থানার ওসি মামুন উর রশীদ জানান, আটক দুইজনকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।