কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলায় গত ১৫দিন ধরে সর্বনি¤œ তাপমাত্রা ৩ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। অতিরিক্ত ঠান্ডায় সোমবার রাতে সদর হাসপাতালে ৩জনের মৃত্যু হয়েছে বলে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: আলআমিন মাসুদ জানান। মৃতরা হলেন, রহিমুল্যাহ (৫৬) রুমি (১) মল্লিকা (২) । এখন প্রতিদিন অনেক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই ডায়রিয়া আক্রান্ত । অপরদিকে গরম কাপড়ের অভাবে হতদরিদ্র পরিবারের বৃদ্ধ ও শিশুরা পড়েছে চরম দুর্ভোগে। অন্যদিকে দিন মজুর শ্রেনীর মানুষ কাজে বের হতে না পারায় পরিবার- পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। ঘন কুয়াশার কারনে সড়ক পথের পাশাপাশি নৌ-যোগাযোগ ব্যবস্থাও হচ্ছে বিঘিœত। তীব্র শীত কষ্টে ভুগছেন নদ-নদী তীরবর্তী ও বাধে আশ্রয় নেয়া নদী ভাঙ্গনের শিকার পরিবারগুলো। শীত থেকে রেহাই পাচ্ছে না গবাদি পশুরাও। মঙ্গলবার জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াস। জেলা প্রশাসন থেকে ৯ উপজেলায় নতুন করে আরো ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
অন্যদিকে শীতের কারণে বাড়ছে রোগ-ব্যাধি।
কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক প্রামাণিক জানান, শীতজনিত কারণে রোগীর প্রাদুর্ভাব বেড়েছে। ইনডোর-আউটডোরে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা সকল রোগীদের চিকিৎসার ব্যবস্থা গ্রহন করছি এবং আমাদের প্রয়োজনীয় ঔষধপত্র-ব্যবস্থাপত্র রয়েছে।