মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামে ১০ মাঘ ১৪২৯ বাংলা (২৪ জানুয়ারি) পবিত্র ভান্ডার শরীফে উরস শরীফ পালিত হবে।
মাইজভান্ডার দরবার শরীফ এঁর পবিত্র উরস শরীফ ওখানকার ভক্ত গোলামুর রহমান পরবর্তীতে অছিয়ত ও ফায়েজ প্রাপ্ত আবুসাঈয়িদ হায়দার এর পর অছিয়ত ও ফায়েজ প্রাপ্ত জোনাব আলীর পবিত্র রওজা শরীফের আদলে কুড়িগ্রাম জেলা সদরের বেলগাছা ইউনিয়নে মুক্তারাম, ত্রিমোহনী এলাকায় বীরমুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ আব্দুল হাই সরকার বীর প্রতীক এর বাসভবনে ১০ মাঘ ১৪২৯ বাংলা (২৪ জানুয়ারি) পবিত্র ভান্ডার শরীফে উরস শরীফ পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *