কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘সবুজে বাঁচি,সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৩০ লাখ চারা রোপন কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১০টায় জেলায় একযোগে বিভিন্ন প্রজাতির ৬৫ হাজার ৫২০টি চারা রোপন করা হয়। কুড়িগ্রাম ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর ইউএনও আমিন আল পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আরশাদ, এটিএম তৈফিকুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার শাহাজাহান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, প্রধান শিক্ষক নাজমা খাতুন, প্রমুখ।
জেলার ৯টি উপজেলায় ১ হাজার ২৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫হাজার ৬৬১টি এবং ৫৫২টি স্কুল-কলেজ ও প্রতিষ্ঠানে ২৯হাজার ৮৫৯টি চারা রোপন করা হয়। এরমধ্যে সদর উপজেলায় ২১৪টি প্রতিষ্ঠানে ৮হাজার, নাগেশ^রীতে ১৪৬টি প্রতিষ্ঠান এবং ভূরুঙ্গামারীতে ১৭৫টি প্রতিষ্ঠানে ৭হাজার করে, ফুলবাড়িতে ২০৮টি প্রতিষ্ঠানে ৭হাজার ২০টি, রাজারহাট ২০৭টি প্রতিষ্ঠানে ৭হাজার ৫শ, চিলমারীতে ১২৮টি প্রতিষ্ঠানে ৭হাজার, উলিপুরে ৩৫৫টি প্রতিষ্ঠান ও রৌমারীতে ১৬৩টি প্রতিষ্ঠানে ৭হাজার করে এবং রাজিবপুর ৮০টি প্রতিষ্ঠানে ৮হাজার চারা রোপন করা হয়।