কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ৪৭৫ পিস ইয়াবাসহ আক্তার হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আক্তার হোসেন সদর ইউনিয়নের পূর্ব ইজলামারী গ্রামের তারা মিয়ার পুত্র।
জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামন থেকে ৪৭৫ পিস ইয়াবাসহ আক্তার হোসেনকে আটক করা হয়।
শনিবার দুপুরে রৌমারী থানার ওসি মোন্তোছের বিল্লাহ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠনো হয়েছে।