রফিকুল হক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদুল আযহার শুভেচ্ছ জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন “আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আযহার শুভেচ্ছা।
সেই সাথে তিনি করোনাকালে সবাইকে ধৈর্য ধারন করে করোনা সতর্কতা স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন এবং সকলের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
পাশাপাশি তিনি ১ মাসের অধিককাল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে সকলকে দাঁড়ানোর আহবানও জানান ।