নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের জেলা ক্লাস্টার প্রতিনিধি পরিষদ (কালব) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু। তিনি ‘কালব’ এর ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ছিলেন। এবারে জেলা শাখার সাধারণ সম্পাদক হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের শিদক্ষকবৃন্দ।
মঙ্গলবার(৬ অক্টোবর ২০২০) দুপুরে তার কলেজ কার্যালয়ে শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সরকার মনোয়ার পাশা, ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক মিজানুর রহমান মিজান, সাজ্জাদ হোসেন মানিক, মাহবুব রহমান সুমন, মনোয়ার হোসেন জুয়েল, নজরুল ইসলাম খাঁন প্রমূখ।