কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে রবিবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুস্পস্তবক অর্পন শেষে ১ মিনিট নিরবতা পালন,আলোচনাসভা ও দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চাষী করিম, রবি বোস, সাঈদ হাসান লোবান, সানালাল বকসী্, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান টিটু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য তর্পন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিচুর রহমান চাঁদ, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, মাহাবুবা বেগম লাভলী, জেলা পরিষদের সিএ মিনহাজুল ইসলাম প্রমুখ।