স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে দুপুর সাড়ে ১২ টায় মাসিক কল্যান সভা শেষে পুলিশ সুপারের কনফারেন্স রুমে গত আগষ্ট/২০২১ মাসের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুশি সুপার সৈয়দ জান্নাত আরা । এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের অন্যান্য উর্ধ¦তন কর্মকর্তা ,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের উপপরিচালক,কুড়িগ্রাম সিআইডিসহ কুড়িগ্রাম জেলার সকল থানা ইউনিটের ইনচার্জগন উপস্থিত ছিলেন।
আগষ্ট/২০২১ মাসের মাসিক আইন শৃঙ্খলা,ও অপরাধ পর্যালোচনা সভার প্রারম্ভে কৃতিত্বপুর্ণ অবদান রাখার জন্য ১১ জন পুলিশ সদস্যকে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
পুরস্কার প্রাপ্তরা হলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা,কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ শাহরিয়ার,শ্রেষ্ঠ উদ্ধারকারী হিসাবে (বিশেষ পুরস্কার প্রাপ্ত) ফুলবাড়ি থানার এসআই (নিরস্ত্র) মোঃ এনামুল হক,কুড়িগ্রাম সদর ট্রাফিকের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট মোঃ মিজানুর রহমান,শ্রেষ্ঠ তামিলকারী অফিসার এবং বিশেষ পুরস্কার প্রাপ্ত কুড়িগ্রাম সদর থানার এস আই (নিরস্ত্র)আখতারুজ্জামান,বিশেষ পুরস্কার প্রাপ্ত নামাজের চর তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক ,বিশেষ পুরস্কার প্রাপ্ত ভুরুঙ্গামারী থানার এসআই(নিরস্ত্র) মোঃ মামুনুর রহমান,রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ চিলমারী মডেল থানার এএসআই(নিরস্ত্র) মোঃ ফজলুল হক,বিশেষ পুরস্কার প্রাপ্ত কুড়িগ্রাম সদর থানার এএসআই(নিরস্ত্র) মোঃ আরিফুল ইসলাম,বিশেষ পুরস্কার প্রাপ্ত ফুলবাড়ি থানার এএসআই (নিরস্ত্র)
মোঃ আনোয়ারুল হক,বিশেষ পুরস্কার প্রাপ্ত রৌমারী সার্কেলের কনস্টেবল/১৮২ মোঃ সাদ্দাম হোসেন।পুরস্কার বিতরণ শেষে বিভিন্ন থানার গুরুত্বপুর্ণ মামলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন মাদক উদ্ধারসহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন