মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম পুলিশ লাইনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুজিববর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল পুলিশ ইউনিটে কর্মরত ১২৫৪ জন পুলিশ সদস্যর প্রত্যেকেই একটি করে মোট ১০০ প্রজাতির বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান , বিপিএম, কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম;কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু। এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন জানান জেলা পুলিশের সকল থানা ও অন্যান্য ইউনিটে সপ্তাহব্যাপী এই বৃক্ষরেপান কর্মসূচী চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *