মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ২৬ রমজান, ১৪৪৩ হিজরী, ২৮ এপ্রিল, ২০২২ খ্রিঃ রোজ বৃহস্পতিবার বিকাল ০৬.০০ ঘটিকায় ফোর্সেস মেস, পুলিশ লাইন্স, কুড়িগ্রামে “পবিত্র মাহে রমজান” উপলক্ষে পুলিশ লাইন্সের সকল অফিসার ও ফোর্সের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার
সৈয়দা জান্নাত আরার সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ রুহুল আমিন , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),
সুশান্ত চন্দ্র রায়, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম সহ পুলিশ লাইন্স কেন্দ্রীক সকল অফিসার ও ফোর্স।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।