হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির এসআই সেলিম জাহাঙ্গীর (৩৮) নিজের ইস্যু করা সরকারি রিভলভার মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেল ৩টার সময় শহরের হাটিরপাড় এলাকায় ভাড়া বাড়ীতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। এসময় তার স্ত্রী ও বাবা, মা উপস্থিত ছিলেন। তার বাবার নাম আবুল কালাম আজাদ। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা শহরের গৌরীপাড়ার বাসিন্দা। এসআই সেলিম জাহাঙ্গীর ২০০৭ সালে এসআই (নি:) পদে পুলিশ বিভাগে যোগদান করেন। কুড়িগ্রামে তিনি ৪ বছর ধরে কর্মরত ছিলেন। তার আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় পুলিশ ফাঁড়িতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, এসআই সেলিম জাহাঙ্গীর দুপুরের খাবারের পর তার শয়নকক্ষে যান। এর কিছুক্ষণ পর গুলির আওয়াজ পেয়ে তার বাবা ও স্ত্রী রুমে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীনুর রহমান সরদার জানান, পুলিশ সদস্যটিকে মৃত: অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথার ডানদিকে কানের উপর গুলির চিহ্ন দেখা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, তিনি মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। তদন্তের মাধ্যমে এর কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *