কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন,এর স্বাক্ষরিত এক দপ্তরাদেশে জানানো হয়, সড়ক বিভাগাধীন ভুরুঙ্গামারী-সোনাহাট-স্থলবন্দর-মাদারগঞ্জ- ভিতরবন্দ-নাগেশ্বরী সড়কের ৫কিঃমিঃ এ দুধকুমার নদীর উপর জরাজীর্ণ বঙ্গসোনাহাট স্টীল সেতুটি মেরামতসহ ডেকিং পুনঃস্থাপনের কাজ আজ সন্ধ্যা থেকে শুরু হয়ে চলবে আগামী ১৮এপ্রিল পর্যন্ত। নিরাপত্তাজনিত কারণে কাজ চলাকালিন সেতুর উপর দিয়ে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এজন্য কর্তৃপক্ষ সাময়িক যানবাহন চলাচলে বিঘ্নিত হওয়ায় দুঃখ প্রকাশ করে কাজটি সুষ্ঠুভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করেন।