স্টাফরিপোর্টাার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের শরীরে কোভিড-১৯ ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ জন।
শুক্রবার (১৫এপ্রিল) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম ঐ যুবকের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোভিট-১৯ ভাইরাসের নমুনা পজিটিভ সনাক্ত ঐ যুবকের বয়স ২২ বছর। সে উপজেলার পাথর ডুবী ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় একজন ইটভাটা শ্রমিক। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট লক ডাউনে গোপনে ঐ যুবক ঢাকা থেকে ভূরুঙ্গামারীতে আসে। প্রশাসন তাকে ভূরুঙ্গামারী সরকারি কলেজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখে। গত ১৩মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।