কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের সদরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার একই পরিবারের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু-তিনজন।শুক্রবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ির আগমনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান। তিনি জানান, রংপুর থেকে কুড়িগ্রামগামী বাসটি পেছন থেকে যাত্রীবাহী একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে একই পরিবারের তিনজন মারা যান।