কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

“ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের হলরুমে ২৮ অক্টোবর’২০২১ইং বৃহস্পতিবার দিনব্যাপী ইউকেএইড এর অর্থায়নে ও সাইট সেভার্স এর সহযোগীতায় দিবসটি উদযাপন করা হয়। কুড়িগ্রাম সকল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, কুড়িগ্রাম ও মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর আয়োজনে এবং “দি রাইট টু হেলথ, ব্রের্কিং ডাউন বেরিয়ার্স টু আই হেলথ ইন সাউথ এশিয়া” শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কুড়িগ্রাম সকল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শাহাবউদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন- কুড়িগ্রাম সকল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া (দৃষ্টি প্রতিবন্ধী)। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মার্ট সাদাছড়ি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। পাক্ষিক দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের ইনকু¬শন অফিসার অরবিন্দু রায়, পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক শহিদুল ইসলাম শিমুল, কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, কুড়িগ্রাম সকল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ-সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মান্নান মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম বেগম প্রমুখ। এ সময় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *