মোঃবুুলবুুল ইসলাম,কুুুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুুড়িগ্রাম সদরে ৮টি ইউনিয়নে নির্বাচন। এখানে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থীতা পেতে অনেক দৌড়ঝাপ করে ও শেষ পর্যন্ত পিছিয়ে গেছেন অনেকে । শেষ হাসি হাসলেন- হলোখানা ইউপিতে মোঃ আজিজুল ইসলাম,
কাঁঠালবাড়ী ইউপিতে মোঃ রেদওয়ানুল হক দুলাল, বেলগাছা ইউপিতে মোঃ লিটন মিয়া, মোগলবাসা ইউপিতে মোঃ এনামুল হক, পাঁচগাছী ইউপিতে মোঃ আমীর হোসেন,যাত্রাপুর ইউপিতে মোঃ সাখাওয়াত হোসেন,ঘোগাদহ ইউপিতে মোঃ শাহ আলম মিয়া, এবং ৮. ভোগডাঙ্গা ইউপিতে মোঃ গোলাপ উদ্দিন মাস্টার এনারা নৌকার সমর্থন পেয়েছেন। উলেখ্য, আগামী ২৮নভেম্বর ভোটের কথা রয়েছে এসকল ইউনিয়নে। স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায় প্রার্থীতা বাছাইয়ে আওয়ামীলীগ এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তারা দলীয় হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।