মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী ৯ টায় কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এস আই প্রলয় কুুুমার বর্মার নেতৃত্বে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া মোড় এনা বাস কাউন্টারের সামন থেকে দুই জনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এসআই প্রলয় বর্মা জানান, আটককৃত ব্যক্তিদ্বয় ফুলবাড়ী থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
আটকৃতরা হলেন, রফিকুল ইসলাম (২৫) পিতাঃ মোঃ সুরুজ্জামান সাং – চরধলী থানা- ধনবাড়ী জেলা টাঙ্গাইল ও লাভলু ইসলাম (২৩) পিতা- ফরিজল সাং- চর হরিকেশ থানা+ জেলা কুড়িগ্রাম।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোঃ শাহরিয়ার জানান, গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়েছে। আটক ২ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।