মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নে ঐতিহ্যবাহী হা-ডু-ডু’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ মার্চ) বিকেলে কাঁঠালবাড়ীর আগমনী বাজার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।
ফাইনাল হা-ডু-ডু খেলায় রাইয়ান স্পোর্টিং ক্লাব স্বনির্ভর আলু ব্যবসায়ী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজারো দর্শক উপস্থিত ছিলেন।
গত অক্টোবর মাসে ৮টি দল নিয়ে খেলা শুরু হলেও করোনার কারণে ফাইনাল খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।